ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় নজরদারিতে থাকছে সিএনজি স্টেশন
Published : Monday, 13 September, 2021 at 12:00 AM, Update: 13.09.2021 1:55:17 AM
কুমিল্লায় নজরদারিতে থাকছে সিএনজি স্টেশনবশিরুল ইসলাম:
গ্রাহক সেবা ও গ্যাসের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সিএনজি স্টেশন ও শিল্প গ্রাহকদের আইপি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। নিজস্ব সার্ভার ও স্টোরেজের মাধ্যমে এই  মনিটরিংয়ের কাজটি করবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি:। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ২০টি সিএনজি পাম্পে ৪০টি  আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গতকাল ১২ আগষ্ট রবিবার কুমিল্লা শহরের চাঁপাপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান বিজিডিএসএল এর ব্যাবস্থাপনা পরিচালক শংকর মজুমদার।
ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের  মহা-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আবুল বাশারের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে গ্যাস ব্যবস্থাপনায় যুগোপযুগী প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাাশি সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অংশগ্রহন সম্ভব হবে। পাশাপাশি অতি অল্প সময়ে গ্রাহককে এই সিস্টেমের আওতায় এনে দূর নিয়ন্ত্রিত টেলিমিটারিং ব্যবস্থা চালু করা যাবে।  
জানা যায়, দীর্ঘদিন থেকে মহাসড়কের পাশে স্থাপিত নামে বেনামে বিভিন্ন সিএনজি পাম্পগুলো অবৈধভাবে গ্যাস বিক্রি করে আসছিল। যার কারণে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছিল। এই ব্যবস্থার কারণে একদিকে যেমন গ্যাস চুরি কমবে অন্যদিকে সরকারের রাজস্ব বাড়বে। পাশাপাশি আরএসএম রুমে অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রন করাসহ অগ্নিকান্ড ও যে কোন দুর্ঘটনায় গ্রাহকদের তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থাপনা সহজ হবে। এই সিস্টেমের আওতায় দূর নিয়ন্ত্রিত টেলিমিটারিং ব্যবস্থা চালু করা সম্ভব হবে।