Published : Monday, 13 September, 2021 at 12:00 AM, Update: 13.09.2021 1:55:20 AM
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সহজ সরল প্রকৃতির ১৪ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে গতকাল রোববার সকালে আবদুল আলীম (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।
আবদুল আলীম ব্রাহ্মণপাাড় উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ, মামলার এজহাজার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল আলীম একজন খারাপ প্রকৃতির লোক। তিনি প্রায়ই মেয়েদের উত্যক্ত করে। গত শনিবার বিকালে ১৪ বছর বয়সী সহজ সরল প্রকৃতির একটি শিশু মেয়ে বাড়ির পাশের রাস্তায় লাকড়ী কুড়াতে যায়। এ সময় আবদুল আলীম শিশুটির হাতে একটি একশত টাকার নোট দিয়ে বলে তাঁর সাথে যাওয়ার জন্য। তাকে একটি বাড়ির নির্জন জায়গা নিয়ে যায়। সেখানে তার পরনের কাপড় খুলে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে আলীম। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দৌড়ে আসতে দেখে আলীম দৌড়ে পালিয়ে যায়। নির্জন জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত শনিবার রাতে আবদুল আলীমের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গতকাল রোববার সকালে অভিযুক্ত আবদুল আলীমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
শিশুটির বাবা বলেন, তাঁর মেয়ে সহজ ও সরল প্রকৃতির। আবদুল আলীম খারাপ লোক। তিনি বিভিন্ন সময় আমার মেয়েকে খারাপ ইঙ্গিত দিয়ে আসত। নির্জন এলাকায় একা পেয়ে আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা করেছে। তাঁর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, আবদুল আলীম একজন খারাপ প্রকৃতির লোক। সহজ-সরল প্রকৃতির শিশুটিকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।