Published : Monday, 13 September, 2021 at 12:00 AM, Update: 13.09.2021 1:55:25 AM
নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেড আয়োজন করেছে ডেজার্ট মেকিং ক¤িপটিশন ‘ডিপ্লোমা প্রেজেন্টস মাস্টার অফ ডেজার্টস সিজন-২’। ডিপ্লোমা নিউজিল্যান্ড ডেইরী’র ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার যা বাংলাদেশের জনপ্রিয় একটি ডেইরি পণ্য। বিভিন্ন দুগ্ধজাত খাবার ও মিষ্টান্ন তৈরিতে ডিপ্লোমা মিল্ক পাউডার ব্যবহারে খাবার হয়ে উঠে আরও সুস্বাদু ও মুখরোচক। রান্না বা বেকিং যাদের প্যাশন, তাদের নির্দিষ্ট প্লাটফর্মে একত্রিত করার জন্যই ডিপ্লোমা এই আয়োজনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে নির্বাচিত করা হয়েছে সেইসব প্যাশনেট ডেজার্ট মেকারদের, যারা ডেজার্ট মেকিং-এ শৈল্পিক ও নান্দনিক ভাবনার প্রতিফলন ঘটান। যারা নিজেদের ডেজার্ট রেসিপি নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তাদের সবার জন্যই উন্মুক্ত ছিলো ডিপ্লোমা মাস্টার অফ ডেজার্টস সিজন-২ এর প্লাটফর্ম। শীর্ষ ২০ প্রতিযোগী নির্বাচন করার পুরো প্রক্রিয়াটি ঘটেছে ডিজিটাল মাধ্যমে। ডিপ্লোমা আয়োজিত এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে রন্ধনপ্রেমীদের ব্যাপক সাড়া মিলেছে এবং অসংখ্য প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে রেসিপি পাঠিয়েছিলেন। তাদের পাঠানো রেসিপি যাচাই-বাছাই করে নির্বাচিত করা হয়েছে শীর্ষ ২০টি ডেজার্ট রেসিপি। গত ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছে অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালে সেশন।
গ্র্যান্ড ফিনালের ভেন্যু ছিলো ওয়াটারফ্রন্ট কনভেনশন হল, ৪৬৪ ডিআইটি রোড, রামপুরা, হাতিরঝিল, ঢাকা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার জনাব আসিফুর রউফ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতার প্রধান তিনজন বিচারক কল্পনা রহমান, মোহাম্মদ আবু তালেব এবং মোহাম্মদ আলী’র সাথে বিশেষ অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত রন্ধনশিল্পী নাহিদ ওসমান। গ্র্যান্ড ফিনালে’র ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান সেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার জনাব আসিফুর রউফ।
অনুষ্ঠানে জনাব আসিফুর রউফ পণ্যের গুণগত মানের প্রশ্নে কনজিউমারের প্রতি নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেড-এর কমিটমেন্টের বিষয়টি তুলে ধরেন। নিউজিল্যান্ড ডেইরী’র ডিপ্লোমা ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার সবসময়ই রন্ধনশিল্পীদের প্রেরণা প্রদান করতে ও নতুন কিছু করার সুযোগ সৃষ্টি করে দিতে বদ্ধপরিকর। নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস্ বাংলাদেশ লিমিটেড -এর পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা।