ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও নগদ অর্থ বিতরণ
ইসমাইল নয়ন
Published : Tuesday, 14 September, 2021 at 5:18 PM, Update: 14.09.2021 5:19:09 PM
ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও নগদ অর্থ বিতরণকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নাবী পাট বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে খরিপ-২/ ২০২১-২২ মৌসুমে কৃষি পুনর্বাসনের আওতায় " নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনী " বাস্তবায়নে উপজেলার ৩০ জন কৃষকের মাঝে এ সব বীজ, সার ও অর্থ বিতরণ করা হয়। এতে প্রতি কৃষকে ৫০০ গ্রাম পাট বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। এ ছাড়া প্রতি কৃষককে জমি তৈরি, জমি আন্তঃ পরিচর্যা ও বালাইনাশক ক্রয় বাবদ ২৬৩০ টাকা দেওয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান। পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমান। এ সময় উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।