ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোয়াটসঅ্যাপের ব্যাকআপেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন
Published : Tuesday, 14 September, 2021 at 7:03 PM
হোয়াটসঅ্যাপের ব্যাকআপেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনচ্যাটিংয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরে এবার ব্যাকআপেও একই প্রাইভেসি ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এমনই ধারণা পাওয়া গেলো সম্প্রতি জাকারবার্গের একটি পোস্টে। ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড সেটে কাজ করবে।

জাকারবার্গের ভাষ্য, আমরা হোয়াটসঅ্যাপে নতুন আরেকটি স্তরের প্রাইভেসি যোগ করতে যাচ্ছি। এতে গুগল ড্রাইভ বা আইক্লাউডে তথ্য ব্যাকআপের সময়ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হবে। হোয়াটসঅ্যাপ পৃথিবীর প্রথম মেসেজিং সার্ভিস যেখানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটি অপারেটিং সিস্টেমের উপরে এর কি-স্টোরেজ এবং ক্লাউড-স্টোরেজে এই প্রযুক্তি ব্যবহার করা সত্যি অনেক বড় একটি চ্যালেঞ্জের বিষয়।

সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, যাদের কাছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন টার্মটি অপরিচিত তাদের জন্য বলা যায়, এটি এমন এক প্রযুক্তি যার ভেতরের তথ্য কেবলমাত্র ব্যবহারকারীর ডিভাইসেই ডিক্রিপ্ট হবে। অর্থাৎ দুই ব্যবহারকারীর মাঝে এটি এনক্রিপ্টেড হবে এবং তৃতীয় কোনও ব্যক্তি এটি ডিক্রিপ্ট করতে পারবে না।

এতদিন ব্যাকআপের জন্য এই প্রযুক্তি না থাকটা হোয়াটসঅ্যাপের একটি দুর্বলতা হিসেবে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।