ব্রাহ্মণপাড়ায় গোলাবাড়িয়া-দিঘিরপাড় বালিনা সড়কের বেহাল দশা
Published : Wednesday, 15 September, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোলাবাড়িয়া-দিঘিরপাড় বালিনা সড়কের বেহাল দশা। উপজেলার সিদলাই ও দুলালপুর ইউনিয়নের গোলাবাড়িয়া হতে বালিনা, বালিনা হতে পূর্ব পোমকাড়া ও পশ্চিম পোমকাড়া থেকে বালিনা হয়ে বেড়াখোলা ও বেড়াখোলা হতে লাড়ুচৌ দির্ঘীরপাড়া পর্যন্ত এই সড়কের দীর্ঘ কয়েক বছর যাবত সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করতে পারে না এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার সিদলাই ইউনিয়নের গোলাবাড়িয়া-দিঘিরপাড় সড়ক পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার সাথে যোগাযোগের একটি সংযোগ সড়ক। এই সড়কের অধিকাংশ জায়গা দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টির পানি জমে কোথাও কোথাও হয়ে গেছে গর্ত। অটোরিকশা, সিএনজিসহ সকল প্রকার যানবাহন চলাচলে পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে। ইট-পাথর-খোয়া উঠে গিয়ে কোথাও কোথাও নেই সড়কের অস্তিত্বও। সড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।
এই সড়কে যাতায়াতকারী ও এলাকাবাসীর অভিযোগ, এই সড়কে সংস্কারের ছোঁয়া লাগেনি বহুদিন। সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির জমা পানিতে খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে দুই উপজেলার এই সংযোগ সড়কটি। এ নিয়ে এলাকাবাসীসহ এই সড়কে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এলাকাবাসীরা জানান, বেহাল এই সড়কে নিরুপায় হয়ে যানবাহন চলাচলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করে রিকশা, অটোরিকশা সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন।
এই পথে যাতায়াতকারী মাসুদ আলম বলেন, এই সড়কে যাতায়াতকারী অসুস্থ ব্যক্তিদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। তিনি জানান, পার্শ্ববর্তী উপজেলা দেবীদ্বার যাওয়ার এই সংযোগ সড়কে দুই উপজেলার অনেক মানুষ প্রতিদিন যাতায়াত করে। আর ভোগ করতে হয় এই অসহনীয় চরম দুর্ভোগ।
এদিকে এলাকাবাসীসহ এই সড়কে যাতায়াতকারীদের প্রাণের দাবী,যত দ্রুত সম্ভব দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি সংস্কার করা হোক।