বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে কুবিতে কর্মশালা
Published : Wednesday, 15 September, 2021 at 12:00 AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে দএৎববহ ঊহবৎমু: অ ধিু ঃড়ধিৎফং ঃযব ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ’ ধহফ দচযুংরপং রহ ইরড়ষড়মু: গবফরপধষ জধফরড়রংড়ঃড়ঢ়ব ঢ়ৎড়ফঁপঃরড়হ ঃড় ঘঁপষবধৎ গবফরপরহব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল কক্ষে উক্ত কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী। আলোচক হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মাঈনুল হক মিয়াজী এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়সাল ইসলাম চৌধুরী। উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল মাজেদ পাটোয়ারী এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কাউছার আহমেদ পাটওয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুমিল্লার এই শালবন বিহারে এক সময় জ্ঞান চর্চা হতো। সেই জায়গায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সাধনার অপূর্ব জায়গা, জ্ঞান সৃষ্টির আদর্শ জায়গা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাঁরা পিএইচডি করেছেন তাঁরা একজন দার্শনিক এবং জ্ঞানের উচ্চমাত্রায় অবস্থান করেন। এই কর্মশালায় স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।