চৌদ্দগ্রামে বিনামূল্যে পাটবীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা প্রদান
Published : Wednesday, 15 September, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
চৌদ্দগ্রাম উপ?জেলায় কৃ?ষি সম্প্রসারণ অ?ধিদপ্তর কর্তৃক পূর্নবাসন কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছ?রে খ?রিপ ২ মৌসু?মে উ” চফলনশীল পাটবীজ উৎপাদনের লক্ষ্যে ৩০ জন ক্ষুদ্র ও প্রা?ন্তিক কৃষ?কদের ম?ধ্যে বিনামূ?ল্যে নাবী পাট বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা নির্বাহী অ?ফিসার এস এম মঞ্জুরুল হ?কের সভাপ?তি?ত্বে উপ?স্থিত ছি?লেন উপ?জেলা প?রিষ?দের ভাইস চেয়রম্যান এ?বিএম এ বাহার, উপ?জেলা কৃ?ষি অ?ফিসার মোঃ না?সির উ?দ্দিন, প্রা?ণি সম্পদ কর্মকর্তা মু?জিবুর রহমান, জেলা কৃষকলী?গের সহ সভাপ?তি ম?ু?মিনুর রহমান ফ?টিক, বি?ভিন্ন দপ্তর প্রধান বৃন্দ, কৃ?ষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
উপ?জেলা কৃ?ষি কর্মকর্তা না?সির উ?দ্দিন জানান, উন্নত মা?নের পাট বীজ উৎপাদ?নের ল?ক্ষ্যে চৌদ্দগ্রাম উপ?জেলার বি?ভিন্ন ইউ?নিয়?নের ৩০ জন কৃষক?দের প্র?তিজন?কে ২০ শতক জ?মির জন্য আধা? কে?জি উচ্চফলনশীল বিএ?ডি?সি ১ জা?তের পাট বীজ, ১০ কে?জি ইউ?রিয়া, ১০ কে?জি টিএস?পি ১০ কে?জি এমও?পি সার এবং জ?মি প্রস্তুত, আন্তঃপ?রিচর্যা ও বালাই ব্যবস্থাপনা বাবদ নগদ ২,৬৩০ টাকা ব্যাংক হিসাব বা বিকাশ একাউ?ন্টে প্রদান করা হ?বে এবং বীজ উৎপাদনে কলা?কৌশল সম্প?র্কে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।