ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিবরাস ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে হিফজ ছাত্রদের সবক প্রদান
Published : Wednesday, 15 September, 2021 at 12:00 AM, Update: 15.09.2021 1:40:08 AM
নিবরাস ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে হিফজ ছাত্রদের সবক প্রদানকুমিল্লা নগরী টমছমব্রীজ কাঁচাবাজার সংলগ্ন মঙ্গলবার সকাল ১১ টা সময় নিবরাস ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে হিফজ ছাত্রদের সবক প্রদান ও করোনার সময় অত্র প্রতিষ্ঠানের অভিভাবক যারা মৃত্যুবরণ করেছেন ও সকল মুসলমানদের জন্য কোরআন  খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক হাফেজ ক্বারী শায়েক আব্দুল হক (দাঃ বাঃ)। তিনি বলেন দ্বীনি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, তাই আমাদের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য সকলে মাদ্রাসায় ভর্তি করাবেন। আমরা যদি কোরআন সুন্নাহর উপর আমল করি, আর বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করি  আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে রহমত আসবে। অত্র প্রতিষ্ঠান ১৫জন ছাত্রকে কোরআন সবক প্রদান করেছি আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে কবুল করেন এই দোয়া করি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিবরাস  প্রিন্সিপাল মুফতি আবুল বাশার। এই সময় উপস্থিত ছিলেন নিবরাসের চেয়ারম্যান নাজমুল হাসান, সেক্রেটারি আলহাজ্ব জাকির হোসেন, ভাইস প্রিন্সিপাল জি এম নুরুন্নবী, পরিচালক হাফেজ জসীম উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা সালাউদ্দিন, কফিল উদ্দিন,  হাফেজ হেলাল উদ্দিন, মোঃ মামুন খান সহ অন্যান্য শিক্ষক অতিথিবৃন্দ।