Published : Wednesday, 15 September, 2021 at 12:00 AM, Update: 15.09.2021 1:40:48 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার
দেবিদ্বারে কোভিট পরবর্তী সময়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায়
জেলা প্রশাসক মো.কামরুল হাসান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ সময়
স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেকেই হয়তো মানসিকভাবে ভেঙে পড়তে
পারে, তাদের মানসিকভাবে প্রস্তুত করুন। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান
ভেবে তাদের মানুষ বানানোর চেষ্টা করুন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন
আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। সভায়
সভাপতিত্ব করেন ইউএনও রাকিব হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী,
অ্যাডভোকেট নাজমা বেগম।
সভায় প্রধান অতিথি আরও বলেন, এ দেশের
ভবিষ্যত ছাত্রছাত্রীদের কাঁধে, তাদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য শিক্ষকদের
নিরলস পরিশ্রম করতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে,
স্বাস্থ্যবিধি মেনে সকলকে শ্রেণিকক্ষে প্রবেশ ও বের করাতে হবে। তাদের মধ্যে
দেশপ্রেম জাগ্রত করতে হবে, নৈতিক ও আদর্শিক শিক্ষার কোন বিকল্প নেই।
শিক্ষকদের নান্দনিক ও সাবলীল ভাষায় উপস্থাপন করতে হবে, শিক্ষামূলক
নির্দেশনা, পাঠক্রম নির্ধারণ, সহপাঠে মনোযোগী করাতে হবে।
এর আগে
জেলা প্রশাসক মো. কামরুল হাসান, ৩০জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ,
অফিসার্স ক্লাব, ডিজিটাল সার্ভিস ডেলিভারী পয়েন্ট উদ্বোধন ও উপজেলা পরিষদ
স্কুল পরিদর্শন করেন। মতবিনিময় সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের
মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়। পরে তিনি দেবিদ্বার থানা ও উপজেলা ভূমি
অফিস পরিদর্শন এবং ভূমি অফিসে বৃক্ষরোপন করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা
একেএম আলী জিন্নাহের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন, অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান,
পুলিশ পরিদর্শক মো. ছমি উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.
গোলাম মাওলা, পৌর সচিব মো. ফখরুল ইসলাম, ডিজিএম প্রকৌশলী মৃনাল কান্তি,
পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর
জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন।