উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে স্থগিত হয়ে থাকা পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা নিয়ে উদ্বেগ নিয়ে বৈঠক করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সিউলে আলোচনায় বসেন।
ওই বৈঠকের কয়েক দিন আগে নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এই ধরণের অস্ত্রের প্রথম পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইয়ো-অং সিউলে বৈঠক করেন। উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন চাং। এছাড়া বেইজিংয়ে আসন্ন শীতকালিন অলিম্পিকে আলোচনা শুরুর সুযোগ হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আলোচনার শুরুতে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে চাং ইয়ো-অং বলেন, আমরা আশা করি চীন কোরিয়া উপত্যকার শান্তি প্রক্রিয়ায় আমাদের সরকারের পদক্ষেপে সমর্থন করা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন। পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি বাদ দিতে চাপ প্রয়োগে বিশেষ ভূমিকা রেখেছে বেইজিং।