ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতের ‘চতুর’ ক্রিকেটারের নাম জানালেন গাভাস্কার
Published : Wednesday, 15 September, 2021 at 1:37 PM
ভারতের ‘চতুর’ ক্রিকেটারের নাম জানালেন গাভাস্কারটি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলের আগে ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট ওপেনার হিসেবে রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিং, লোকেশ রাহুলের সামর্থ্যের প্রদর্শন, শার্দুল ঠাকুর উজ্জ্বল ছিলেন অলরাউন্ড মহিমায়।

এর বাইরে চেতেশ্বর পুজারার ব্যাক টু ব্যাক ফিফটি এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটেও ছিলো রান। তবে সবকিছু ছাপিয়ে গেছে ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহর পারফরম্যান্সে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইকেটশূন্য থাকার পর ইংল্যান্ডের বিপক্ষে ৪ টেস্ট নিয়েছেন ১৮টি উইকেট।

নটিংহ্যাম টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। তবে লর্ডসের দুই ইনিংসে ৩/৩৩ এবং ২/২৭-ও ছিলো অনেক গুরুত্বপূর্ণ। তার এই দুর্দান্ত ফর্ম দেখে আশাবাদী ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার। তিনি মনে করেন, দলের চাপের মুখে বুমরাহই দায়িত্ব নিয়ে কাজ শেষ করে দেবেন।

সনি স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘বুমরাহ খুবই চতুর বোলার। সে এমন একজন খেলোয়াড়, যে সবসময় আগেরদিনের চেয়ে ভালো করতে চায়। সেটা হোক তার ব্যাটিং কিংবা বোলিংয়ে। মনে করে দেখুন, ভারতের ব্যাটিংয়ের সময় সে যেভাবে গুরুত্বপূর্ণ রানগুলো করে দিলো।’

‘এছাড়া ফিল্ডার হিসেবেও। সে সবসময়ই উন্নতির দিকে তাকিয়ে থাকে। সে এমন একজন ক্রিকেটার যার ওপর আপনি আস্থা রাখতে পারেন। যেকোনো চাপের মুহূর্তে আপনি তার হাতে বল তুলে দিন, দেখবেন সে বলবে, ঠিক আছে। আমি তোমার কাজ করে দিচ্ছি।’