বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠী সড়কের বাবুগঞ্জের মাধবপাশা এলাকার বেইলি ব্রিজটি পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা।
স্থানীয়রা বলছেন, পাথরবোঝাই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিলো। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ট্রাকটি পার হওয়ার সময় ব্রিজটি হেলে পড়লে ভারী যানটি উল্টে খালে পড়ে। এ সময় ট্রাকের মধ্যে আটকে পড়া চালক ও তার সহকারীকে গাড়ির কাচ ভেঙে উদ্ধার করা হয়। স্থানীয়রা দ্রুত বিকল্প ব্রিজ নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল বলেন, ‘এই ব্রিজে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। সেখানকার দায়িত্বরত নিরাপত্তাকর্মী ট্রাকটিকে ব্রিজে উঠতে নিষেধ করেছিল। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রিজে ওঠায় ভেঙে গেছে।’ আগামী ২-৩ দিনের মধ্যে সেখানে একটি বিকল্প ব্রিজ নির্মাণ করে দেয়ার কথা জানান তিনি।