ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে সরকারি রাস্তার উপর ইমারত নির্মাণের অভিযোগ
Published : Thursday, 16 September, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে সরকারি রাস্তার উপর ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুড়িচং থানার অফিসার ইনচার্জ বরাবরে এলাবাসীর পক্ষে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ গ্রামের অধিবাসী মো. আলী হোসেনের ছেলে মো. আবদুল গফুরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়-কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের অন্তর্গত কুমিল্লার সালদা সড়ক হতে দক্ষিণগ্রামের পূর্ব পাড়ার ভেতর দিয়ে যে রাস্তাটি উত্তর গ্রাম ঘিলাতলা, ভবেরমুড়া গিয়ে সংযুক্ত হয়েছে এটি একটি প্রাচীণ জনপদ। প্রতিদিন ধরে  হাজার হাজার জনগণ এ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। কিন্তু, এলাকাবাসী নিষেধ করা সত্ত্বেও তারই প্রতিবেশী প্রতিপক্ষ মেহেদী হাছান গংদ্বয় ১৬ ফুট প্রসস্থের রাস্তাটি সংকুচিত করে বাউন্ডারিসহ বিল্ডিং নির্মাণ করেন। এতে জনগণ ও যাবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে জানান। বিষয়টি সুরাহা কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শারীরিক অসুস্থতার জন্য কোনরূপ মতামত নেয়া যায়নি। এতদ বিষয়ে প্রতিপক্ষ মেহেদী হাছানের সাথে আলাপকালে তিনি জানান- সরকারি ভাবে রাস্তা দিতে তার কোন আপত্তি নেই। তবে সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয় তার উপর তিনি জোর দিয়েছেন। রাজাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত: কাজ বন্ধ রাখতে বলেন। সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে সিদ্ধান্ত নেয়া হবে। দক্ষিণগ্রামের মেম্বার শাহীন মিয়া বলেন-চার গ্রামের লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করে। তাই এ রাস্তা সঠিকভাবে বহাল রাখা জরুরী। এটি কোনভাবেই কারো দ্বারা ক্ষতিগ্রস্ত যাতে না সে দিকে সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখা দরকার। তাই বিষয়টি সুরাহাকল্পে উর্দ্ধতন কর্তৃপক্ষসহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দরা এগিয়ে আসার আহবান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মো. আবদুল গফুর গংদ্বয়। এদিকে, সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মাণের বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে ক্ষুব্ধভাব বিরাজ করছে।