Published : Friday, 17 September, 2021 at 8:18 PM, Update: 17.09.2021 8:20:30 PM
বৃদ্ধ আবুল কাশেম। বয়সের ভারে ন্যুজ। ইতোপূর্বে বয়স আশিও অতিক্রম করেছে। মুখের অধিকাংশ দাঁত পড়ে গেছে। ভেঙ্গেছে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং ভেঙ্গে গাল দুইটো ভিতরের দিকে চলে গেছে। দাঁড়ানোর শক্তি নেই। দেখলে কেউ বলবে না বয়সের ভারে ন্যুজ বৃদ্ধ আবুল কাশেম মাদকের ব্যবসা করেন। কিন্তু শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজলার চান্দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা র্যাব মাদকসহ আবুল কাশেমে (৮০) আটক করে। এসময় তার কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দল মধ্যমপাড়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মোঃ আবুল কাশেম। জানা যায়, মাদক বিক্রির টাকায় সংসার চলে বৃদ্ধ আবুল কাশেমের। তিনি দীর্ঘদিন এই মাদক বিক্রির সঙ্গে জড়িত।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বৃদ্ধ আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেলথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।