বরিশালের দপদপিয়া সেতুর ওপর যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ার চয়ন (১৯) ও রাব্বি (১৭)। এ সময় সিয়াম নামের আরেক যুবক আহত হয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ৬-৭টি মোটরসাইকেলের বহর নিয়ে বাকেরগঞ্জ থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে যাচ্ছিল কয়েকজন তরুণ। দপদপিয়া সেতুর ওপর একটি টেম্পোকে অতিক্রম করতে গিয়ে বহরের পিছনে থাকা চয়নের মোটরসাইকেল চাপা দেয় রাতুল রোহান পরিবহনের বাস। এতে ঘটনাস্থলেই ওই দুই বন্ধুর মৃত্যু হয়।
এ সময় অপর একটি মোটসাইকেলের আরোহী চয়ন গুরুতর আহত হন। ঘাতক বাস দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। বাসচালককে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, নিহতদের নাম ও স্থান জানা গেলেও তাদের সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।