Published : Saturday, 18 September, 2021 at 12:00 AM, Update: 18.09.2021 1:11:14 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় করোনার সংক্রমণের হার দিন দিন কমছে সেই সাথে কমছে
মৃত্যুর সংখ্যাও। তবে বৃহস্পতিবার কেউ মৃত্যুবরণ না করলেও গতকাল শুক্রবার
মৃত্যুবরণ করেছেন একজন। নিহতের বাড়ি লাকসাম উপজেলায়। এনিয়ে জেলায় মৃতের
সংখ্যা দাঁড়ালো ৯৩৮ জনে। এদিকে টানা তিন দিন কুমিল্লা জেলায় প্রতিদিনের
করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে বলে চিশ্চিত করেছে জেলা
স্বাস্থ্যবিভাগ। গতকাল শুক্রবার করোনা শনাক্তের দৈনিক হার ছিলো ৪ দশমিক ৩
শতাংশ। এর আগে বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ৪ দশমিক ৫ শতাংশ।
সর্বশেষ
২৪ ঘন্টায় ৪৪৪ জন নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯ জন।
করোনা প্রতিরোধ সংশ্লিষ্টরা বলছে, করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে
এলেও-এর ধারাবাহিকতা রক্ষা করা জরুরী।
জনস্বাস্থ্যবিদ ডা. নিসর্গ মেরাজ
চৌধুরীর বলেন, এখন যে সংক্রমণ শনাক্তের হার তা গত ১৫ দিন আগের করোনা
পরিস্থিতি চিত্রায়িত করে। এখন যখন আবার স্কুল খোলা হয়েছে, জনসমাগম বাড়ছে-
বর্তমান পরিস্থিতি বুঝা যাবে আরো কয়েকদিন পর। তবে এই হার ধরে রাখার দায়িত্ব
এখন সবার। সংক্রমণ হার যত কম হওয়ার কারণ স্বাভাবিক, তবে সেটা যেন বেড়ে না
যায় সেটা খেয়াল রাখতে হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনায়
জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৩৮ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার
৭৮২ জন এবং মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৪ হাজার ৭৭৩ জন। এপর্যন্ত জেলায় মোট ১
লাখ ৬৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।