ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেসিদের লিগে দর্শকদের তুলকালাম কাণ্ড (ভিডিও)
Published : Sunday, 19 September, 2021 at 12:21 PM
মেসিদের লিগে দর্শকদের তুলকালাম কাণ্ড (ভিডিও)লিওনেল মেসিদের লিগে আবারও তুলকালাম কাণ্ড ঘটল। দর্শকদের উৎপাতে ম্যাচে হলো দেরিতে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতে লিলের বিপক্ষে ডার্বি ম্যাচে ১-০ গোলে জিতেছে লেঁসে।

তবে এই জয়-পরাজয় ছাপিয়ে শনিবারের ম্যাচটা ভিন্ন কারণে আলোচিত।  দর্শকদের উৎপাতে পুরো ৯০ মিনিট ধরে ম্যাচ বন্ধ রাখতে হয়েছিল।

ফরাসি গণমাধ্যমগুলোর খবর, প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিক লেঁসের সমর্থকরা আজেবাজে কথা বলছিল।  এক সময় সফরকারী লিলের সমর্থকরা উত্তেজিত হয়ে পরে।  তারা পাল্টা জবাব দিলেই হট্টগোল বাঁধে।

বাকবিতণ্ডার এক পর্যায়ে লেঁসের সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসে।  তা দেখে সফরকারী সমর্থকরাও মাঠে নামে।  পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।   

পরে পুলিশ আর নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আসে।  ততক্ষণে খেলা বন্ধ থাকে ৯০ মিনিট!

স্থানীয় সাংবাদিক আমেনি মোহামেদ বলেন, ‘লেঁসের সমর্থকদের আজেবাজে মন্তব্যের মধ্যেই লিলের দর্শকরা তাদের দিকে কিছু একটা ছুঁড়ে মেরেছিলেন।  এরপর লেঁসের সমর্থকরা সফরকারীদের স্ট্যান্ডের সামনে দৌড়ে যাচ্ছিল।’

দুই দলের সমর্থকদের এমন তাণ্ডবের পর পুলিশের কড়া নজরদারিতে দ্বিতীয়ার্ধ শুরু হয় স্থানীয় সময় ৫-৩০ মিনিটে।

৭৪ মিনিটে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল পায় লেঁসে।  গোলটি আসে ফ্রাঙ্কোস্কির পা থেকে।

জয়ের পর অবশ্য দাঙ্গা লাগানো সমর্থকদের তা উৎসর্গই করে বসেন লেঁসের মিডফিল্ডার সাকো ফোফানা।

বললেন, ‘এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমরা অনেক বেশি গর্বিত, আমরা এটা ভক্তদের জন্য করতে পেরেছি। গেল বছর আমাদের অভিজ্ঞতা ছিল না, আর আমাদের জন্য সমর্থকরাও মাঠে আসতে পারেননি। এই জয়ের পরে আমরা অনেক বেশি আবেগি হয়ে পড়েছি।’

দর্শকদের সেই তুলকালাম কাণ্ডট দেখুন -