ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইন্দোনেশিয়ার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা অভিযানে নিহত
Published : Sunday, 19 September, 2021 at 2:21 PM
ইন্দোনেশিয়ার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা অভিযানে নিহতজঙ্গি গোষ্ঠী ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিন (এমআইটি)-এর নেতাকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তিনি আইএসের সহযোগী ছিলেন। সুলাওয়েসি প্রদেশের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, শনিবার বিকালে একটি গ্রামে সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে বন্দুকযুদ্ধে আলী কালোরা নিহত হন।
অভিযানে জাকা রমাদান নামে আরেক জঙ্গি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেন সুলাওয়েসি’র সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ মাকরুফ। অভিযানে জঙ্গিদের আস্তানা থেকে বিস্ফোরক, এম-১৬ রাইফেল ও চাপাতি উদ্ধার করা হয়। জঙ্গি তৎপরতায় ব্যবহৃত আরও অনেক আলামত পাওয়া গেছে।

আলী কালোরা জঙ্গি গোষ্ঠী ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিনের (এমআইটি)-এর নেতা ছিলেন। নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি। তার সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএস-এর নিবিড় যোগাযোগ ছিল বলে দাবি করছে প্রশাসন। এর আগে ইস্ট ইন্দোনেশিয়ার মুজাহিদিন গোষ্টীটি সংখ্যালঘু পুলিশ কর্মকর্তাসহ একাধিক হত্যকাণ্ডের দায় স্বীকার করেছে। 

এদিকে এমআইটির আরও চার সদস্যের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।