চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের বাকলিয়া ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আজিম হোসেন ওরফে ইমন (২৭), মো. আরিফ হোসেন (৩০) ও মো. তারেক (২২)।
পুলিশ জানায়, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার আসাদগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ফোন করেন আসামিরা। ফোনে আসামিদের একজন কোতোয়ালি থানার ওসি পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ী আসামিদের দেওয়া একটি নম্বরে দেড় হাজার টাকা পাঠান।
পরদিন (বৃহস্পতিবার) আবারও আসামিরা ফোন দিয়ে ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। এরপর ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়েছে।