Published : Sunday, 19 September, 2021 at 5:34 PM, Update: 19.09.2021 6:49:37 PM
কুমিল্লার হোমনায় বিয়ে বাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও গোলাগুলি ও সংঘর্ষে হোমনা উপজেলার ঘারমোড়া ও হুজুরকান্দি গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। রবিবার সকালে উপজেলার বড় ঘারমোড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘারমোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মোল্লা জানান, উপজেলার ঘারমোড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাকপ্রতিবন্ধী মেয়ের বিয় ঠিক হয় উপজেলার বাগমারা গ্রামে এক ছেলের সাথে। গত শুক্রবারে বিয়ের দিন নির্ধারিত হয়। গত বৃহস্পতিবার রাতে ঘারমোড়ার বাগাকান্দা গ্রামের একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে পাশ্ববর্তী হুজুরকান্দি গ্রামের কয়েকজন ছেলে মোবাইল ফোনে ছবি তোলে। এই ছবি তোলা নিয়ে ওই রাতেই বিয়ে বাড়ির লোকজন হুজুরকান্দির চার/পাঁচজন ছেলেকে মারধর করে। পরদিন সকালে ইউনিয়নের বড় ঘারমোড়া বাজারে ঘারমোড়ার বাগাকান্দা গ্রামের এক বৃদ্ধ দুধ বিক্রি করতে আসলে রাতে মারধরের শিকারের জেরে হুজুরকান্দির কয়েকজন ছেলে ওই বৃদ্ধকে মারধর করে। এই ঘটনায় ঘারমোড়া গ্রামের সাব মিয়ার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে হুজুরকান্দি গ্রামের ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। পুলিশ হুজুরকান্দি গ্রামের বকুল নামের একজনকে গ্রেপ্তার করে। এরপর থেকে ঘারমোড়া ও হুজুরকান্দি গ্রামবাসীদের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করে। পাল্টাপাল্টি মারধরের বিষয়কে কেন্দ্র করে রবিবার সকালে হোমনার বড় ঘারমোড়া বাজারে ঘারমোড়ার বাগাকান্দা ও হুজুরকান্দির গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘারমোড়া গ্রামবাসীর দাবি সংঘর্ষের সময় হুজুরকান্দি গ্রামের লোকাজন তাদের উপর গুলিবর্ষণ করেছে। গুলির আঘাতে তাদের একাধিক ব্যক্তি আহত হয়েছে।
চেয়ারম্যান শাহজাহান আরও জানান, সংঘর্ষে সময়ে আমি উপস্থিত ছিলাম। তবে সংঘর্ষে দুই গ্রামের কতজন আহত হয়েছে, তার সঠিক তথ্য আমার কাছে নেই। শুনেছি যে কয়জন আহত হয়েছে তাদেরকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘারমোরা গ্রামের আউয়াল মিয়া জানান, বৃহস্পতিবার হুজুরকান্দি গ্রামের কয়েকজন বখাটে ছেলে আমাদের বাড়িতে এসে মেয়েদের ছবি উঠাঢ এসকল ছবি ডিলেট করা নিয়ে কথাকাটাকাটি হয়। শনিবার বাজারে গেলে হুজুর কান্দি গ্রামের লোকজন মো. সাব মিয়া নামের একজন মুরুব্বীকে মারধর করে এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
আজকে সকালে হুজুর কান্দিগ্রামের লোকজন ইয়ারগান সহ দেশীয় অস্ত্রনিয়ে আমাদের গ্রামের লোকজন উপর হামলা করে তাদের গুলিতে দুইজন সহ ১৫ জন আহত হয়েছে ।
এ দিকে হুজুর কান্দিগ্রামের গোলাম মোস্তফা জানান, ছেলেপেলেদের মধ্যে সমস্যার ঘটনা আমরা মিটমাট করার জন্য চেষ্টা করছিলাম এই সময় ঘারমোরা গ্রামের লোকজন আমাদের গ্রামের লোকজন ওপর অতর্কিত হামলা চালায় এতে ১০/১২ জন আহত হয়েছে। কোন গুলির ঘটনা ঘটেনি। এদের ইটের আঘাতে আমাদের লোকজন আহত হয়েছে।
হোমনা থানার ওসি মো.আবুল কায়েস আখন্দ বলেন, তিনদিন আগে বিয়ে বাড়িতে ছবি তোলা নিয়ে ঘারমোড়ার বাগাকান্দা ও হুজুরকান্দির গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। দুই গ্রামবাসীর সঙ্গে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।