ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে ২৪ ঘন্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টি পাত
মানিক দাস
Published : Sunday, 19 September, 2021 at 5:35 PM
চাঁদপুরে ২৪ ঘন্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টি পাত চাঁদপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা ঞয়েছে। ২৪ ঘন্টায় চাঁদপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত আবহাওয়া অফিস  রেকর্ড করেছে।

চাঁদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার রাত থেকেই রবিবার দিনভর অব্যাহত ছিল। হঠাৎ বৃষ্টির কারণে শহরের রাস্তা-ঘাট, পুকুর, জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে যায়। শহরের বিভিন্ন স্থানের ড্রেনগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে রাস্তায় হাটু পানি পর্যন্ত হতে দেখা যায়। রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের  অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব বলেন, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হচ্ছে। ২৪ ঘন্টায় চাঁদপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামি ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।