ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরিমাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা
Published : Tuesday, 21 September, 2021 at 12:00 AM
পেট্রোল কম দেওয়ায় মানিকগঞ্জের দুটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরিমাপ যন্ত্র ঠিক না করা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফিলিং স্টেশন দুটি হলো—মানিকগঞ্জের উচুটিয়া-নারাঙ্গাই এলাকার ধলেশ্বরী ফিলিং স্টেশন এবং হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশন।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন। সেই সঙ্গে পাম্প দুটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ  দেন।
আসাদুজ্জামান রুমেল বলেন, জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশনা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে পরিমাপে কম দিয়ে ভোক্তারের ঠকানো হচ্ছে মর্মে পাঁচটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে ধলেশ্বরী ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার পেট্রোলে ৩৪৪ মিলি লিটার এবং মিলন ফিলিং স্টেশনে ১৬০ মিলি লিটার পেট্রোল কম দেওয়ার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে। ভোক্তাদের ঠকানোর দায়ে ওই ফিলিং স্টেশন দুটির মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।