Published : Tuesday, 21 September, 2021 at 12:00 AM, Update: 21.09.2021 1:05:44 AM
রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২১১ জন ও ঢাকার বাইরে ৬৪ জন। সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সোমবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘এক মাসের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ সহনীয় পর্যায়ে চলে আসবে।’
সূত্র জানিয়েছে, রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৮৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। রাজধানীর বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৫ জন। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২জন, আগস্ট মাসে ৩৪ জন এবং সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত ১৩ জন মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ১৫ হাজার ৯৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৫ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭২ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে।