Published : Tuesday, 21 September, 2021 at 12:00 AM, Update: 21.09.2021 1:06:14 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে
জলাবদ্ধ পানি নিষ্কাশন করতে গিয়ে নিখোঁজ পরিচ্ছন্নকর্মী হেলাল হোসেনের
(৪০) মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। সোমবার দুপুর পৌনে ৩
টায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ম পুকুর থেকে দীর্ঘ ২৭ ঘন্টা পর তার
মৃতদেহটি উদ্ধার করা হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ
ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হেলাল হোসেন
উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত
শনিবার রাতে ভারি বৃষ্টির ফলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের বসত বাড়ি
ঘর, দোকানপাট ও রাস্তাঘাট হাটু পানিতে ডুবে যায়। সকাল ১১টার দিকে স্থানীয়
সেন্টু নামের এক ব্যক্তি হেলাল হোসেনেকে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ম
পুকুরের সাথে সংযুক্ত ড্রেন পরিষ্কার করতে নিয়ে যান। এক পর্যায়ে তিনি
পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খুঁজা-খুজি করেও তার সন্ধান
পায়নি।
খবর পেয়ে বিকেলে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে
পৌছে অনুসন্ধান চালায়। সন্ধ্যায় অভিযান সমাপ্তি ঘোষণা করেন। পরে সোমবার
ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরী এসে সকাল সাড়ে ৭টা থেকে পুনরায়
অভিযান শুরু দুপুর পৌনে ৩টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করেন।
এদিকে
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর
জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। এসময় দাউদকান্দি উপজেলা পরিষদ
চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী
অফিসার কামরুল ইসলাম খান,দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ
রোজিনা আক্তার,
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম,
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: সাইফুল
ইসলাম,গৌরীপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নুরুল আমিন,গৌরীপুর
বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: নোমান মিয়া সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
সংসদ
সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া নিহত হেলাল হোসেনের
স্ত্রী মাহমুদা বেগম, ছেলে মো: নাঈম, মো: ফাইম, মুরছালিন ও মো: বাইজিদকে
তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে আর্থিক অনুদান প্রদান করেন। একই
সাথে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের পক্ষে গৌরীপুর ইউনিয়ন
পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নুরুল আমিন আর্থিক অনুদান প্রদান করেন।