আইপিএলের ফিরতিপর্ব মাঠে গড়িয়েছে। ভারত থেকে টুর্নামেন্টের বাকি অংশ চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। সোমবার সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল, কিন্তু বাংলাদেশি অলরাউন্ডারকে খেলায়নি দলটি।
আজ (মঙ্গলবার) রয়েছে বাংলাদেশের আরেক সুপারস্টার মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের খেলা। পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার কথা রাজস্থানের। যে ম্যাচে মোস্তাফিজের একাদশে থাকা বলতে গেলে নিশ্চিত। কেননা আইপিএলের প্রথমপর্বে রাজস্থানের সবগুলো ম্যাচই খেলেছেন কাটার মাস্টার।
আট দলের মধ্যে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে রাজস্থান। তবে হাতে সুযোগ আছে প্লে-অফ খেলার। সেরা চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র ২ (মুম্বাইয়ের ৮, রাজস্থানের ৬)।
এবারের পর্বে তাই দারুণ শুরুর দিকে তাকিয়ে মোস্তাফিজ। ২৬ বছর বয়সী এই পেসার বলেন, ‘যখন আপনি এই ধরনের কন্ডিশনে খেলবেন, শুরুটা ভালো করা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, যদি আমরা নিজেদের খেলাটা খেলতে পারি, পরিকল্পনাটা মাঠে ঢেলে দিতে পারে, তবে অবশ্যই শীর্ষে চলে আসতে পারবো।’
সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানও আছেন স্বপ্নের ফর্মে। এবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে অ্যাপ্রোচটা কেমন হবে?
কাটার মাস্টার বলেন, ‘আমরা খুব দূরের লক্ষ্য ঠিক করছি না। ম্যাচ বাই বাই খেলতে চাই। আমরা জানি, ম্যাচ জিততে আমাদের কী করতে হবে। আইপিএলে দারুণ একটি মৌসুম কাটাতে যা করা দরকার, আজ সেটার প্রথম ম্যাচ। দলের সবাই দারুণ শুরু করতে মুখিয়ে আছে।’
আইপিএলের প্রথমপর্বে ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। নিজের পারফরম্যান্স নিয়ে খুশিই আছেন টাইগার পেসার। তার কথা, ‘আইপিএলের সব দলই খুব শক্তিশালী। রয়্যালসের হয়ে আমি সময়টা উপভোগ করছি। আমরা টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন। আমি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পেরে গর্বিত এবং সন্তুষ্ট। আমি এখানে ভালো কদরও পাচ্ছি। এখন শুধু আশা মৌসুমের বাকি অংশে যেন ভালো পারফর্ম করতে পারি।’