গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় উদ্ধার কাজ শেষে চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বিমান বন্দর রেল স্টেশনের মাস্টার হালিমুজ্জামান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া রাত সোয়া ৮টার সিলেট ট্রেন যোগাযোগ শুরু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও এর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গ, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিকালে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়।
এদিকে, এ ঘটনায় রেলওয়ে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।