চাঁদপুর জেলায় ২১০ টি মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে
Published : Wednesday, 22 September, 2021 at 12:00 AM
মানিক দাস ||
শারদীয়া দুর্গা উৎসবের আর মাত্র বাকি ২০ দিন। চাঁদপুর জেলার মন্ডপে মন্ডপে চলছে পুরোদমে কাজ। ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর শিল্পীরা। চাঁদপুর জেলার ৮ টি উপজেলার এবছর হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পুজা ২১০ টি মন্ডপে উদযাপিত হবে। ইতিমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখা সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভার মাধ্যমে পূজার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবছর চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় বৈশ্বিক করণা মহামারীর মহাকাল কারনে কেন্দ্রের নির্দেশনায় পূজার কার্যক্রম শুরু ও সমাপ্তি সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়েছে ও নির্দেশনা দিয়েছে আমরা সেসব নির্দেশনা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কে জানিয়ে দিয়েছি। করোনার প্রভাব এখনো কমেনি, প্রতিটি পূজা মণ্ডপে যেন ভক্তরা এবং পূজার আয়োজকেরা স্বাস্থ্যবিধি মেনে চলে তার প্রতি জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয় পূজামণ্ডপে উচ্চস্বরে হর্ন ও বিজয় দশমীর রেলি পর্যন্ত বের করা নিষিদ্ধ করা হয়েছে।
এবছর চাঁদপুর জেলার আটটি উপজেলায় ২১০ টি শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ তৈরি করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় ৩৪ টি, হাজীগঞ্জ উপজেলায় ২৮ টি, কচুয়া উপজেলায় ৪১ টি, মতলব উত্তর উপজেলায় ২৯ টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩৫, হাইমচর উপজেলায়৬ টি ফরিদগঞ্জ উপজেলায় ২০ টি মন্ডপ সহ জেলায় ২১০ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরীর কারিগররা বিভিন্ন মন্দিরের দিবারাত্রি প্রতিমা তৈরীর কাজ চালিয়ে যাচ্ছে। দেবী দুর্গা এবছর ঘোটকে আগমন করবেন এবং দোলায় গমন করবেন।