Published : Wednesday, 22 September, 2021 at 12:00 AM, Update: 22.09.2021 1:12:51 AM
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন উইমেনের উদ্যোগে 'লিঙ্গ ভিত্তিক নির্যাতন প্রতিরোধ' প্রজেক্ট এর আওতায় মাল্টি স্টেকহোল্ডার অ্যালায়েন্স সদস্যদের নিয়ে 'ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং' শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এডমিন বিল্ডিং ভার্চুয়াল ক্লাসরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে এমএসএ কমিটি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন ‘ইউএন উইমেনথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। টেকনিক্যাল কমিটির সদস্য ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নুসরাত আরমিন। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর প্রতিনিধি মোঃ আলী আজম, মুবিনুর রহমান, ফারহান মোহাম্মদ, দৃষ্টি- কুমিল্লা এর প্রতিনিধি রীনা রানী দত্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: মঞ্জুর হোসেন, প্রভাষক নার্গিস সুলতানা, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহিন উদ্দীন, ফয়জুল ইসলাম ফিরোজ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজুসহ স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা।