ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৩ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা মেজর কাজী মমিনুল হকের ৪০তম মৃত্যুবার্ষিকী
Published : Wednesday, 22 September, 2021 at 12:00 AM, Update: 22.09.2021 1:12:54 AM
২৩ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা মেজর কাজী মমিনুল হকের ৪০তম মৃত্যুবার্ষিকীআগামীকাল ২৩ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার মিহষমারা নিবাসী বীরমুক্তিযোদ্ধা মেজর কাজী মমিনুল হকের ৪০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মেজর মমিন ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা শহরস্থ পশ্চিম রেসকোর্স কবরস্থান সংলগ্ন জামে-মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ এবং মহিষমারা কেন্দ্রীয় জামে মসজিদে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি ও বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রহসনমূলক বিচারে বীর মুক্তিযোদ্ধা মেজর মমিনুল হকসহ মোট ১৩জন বীর মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়া হয়। ১৯৮১ সালের ২৩ সেপ্টেম্বর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মেজর মমিন এর ফাঁসির আদেশ কার্যকর করা হয়। পারিবারিক উদ্যোগে কুমিল্লা শহরের পশ্চিম রেসকোর্স মসজিদ সংলগ্ন স্থানে এই বীর মুক্তিযোদ্ধার অন্তিম শয়ান সম্পন্ন হয়।