ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় তিন জন গ্রেপ্তার
ইসমাইল নয়ন ॥
Published : Wednesday, 22 September, 2021 at 6:51 PM
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় তিন জন গ্রেপ্তারকুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলায় অভিযোক্ত তিন জন ব্যাক্তিকে গ্রেপ্তার করেন। গতকাল বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া একইদিন রাতে মাদক কারবারীদের ফেলে যাওয়া ০১ টি পুরাতন সিএনজি চালিত অটোরিক্সা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছেন থানা পুলিশ।
    গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লার মুরাদনগরের কোম্পানীঞ্জ গ্রামের আব্দুল খালেকের ছেলে রিপন (২০), ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের শেখ সাদি (২৭) ও উপজেলা সদর ইউনিয়নের নাইঘর গ্রামের মোকতল হোসেনের ছেলে আক্তার হোসেন (৩২)। তারা সকলে বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত আসামী।
    থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম, শেখ মফিবুর রহমান, সহকারী উপপরিদর্শক কৃষ্ণ সরকার ও নুরুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
    এ ছাড়া একই দিন রাতে উপজেলার জিরুইন-রামনগর সড়কের উপর থেকে মাদক কারবারীদের ফেলে যাওয়া চালকবিহীন একটি সিএনজি চালিত অটোরিক্সর ভিতর থেকে বস্তাবন্দী ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন থানা পুলিশ। পরে এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই আজ্ঞাতনামা সিএনজি চালক ও অজ্ঞাতনামা মাদককাবারী উল্যেখ করে থানায় মামলা হয়েছে।
    ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার করা আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।