‘বিদেশি সহযোগিতা না পেলেও কল্যাণকর প্রকল্প বাস্তবায়ন হবে’
Published : Thursday, 23 September, 2021 at 12:00 AM
দেশ ও মানুষের জন্য কল্যাণকর যে কোনও প্রকল্পে উন্নয়ন সংস্থার অর্থায়ন না পেলে সরকার নিজস্ব অর্থায়নে তা বাস্তবায়ন করবে। এমনটা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের অধীন এক ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের জন্য মঙ্গলকর এমন প্রকল্পে যদি বিদেশি সংস্থা অর্থায়ন না করে তারপরও আমরা ওই প্রকল্প নেবো এবং সরকার তা নিচ্ছে। কারণ সেই সক্ষমতা আমাদের রয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, দেশ ও মানুষের উন্নয়নে অনেক প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্দেশ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। শুধু প্রকল্প নিয়ে নিলেই হবে না। দ্রুত বাস্তবায়নও করতে হবে। প্রকল্প নেওয়া হয়, শেষও হয়। কিন্তু প্রকল্প থেকে শিক্ষা নিতে হবে। প্রকল্পের ভালো দিকগুলো শিখে পরে কাজে লাগাতে হবে।
‘যত্ন’ প্রকল্পকে ব্যতিক্রম উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে অন্তঃসত্ত্বা নারী ও তার শিশুর স্বাস্থ্যসেবায় সরাসরি অর্থ সহায়তা দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক দীপক চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার ড্যানডেন চেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে পরিচালিত প্রকল্পটি দুই বিভাগের (রংপুর ও ময়মনসিংহ) সাতটি জেলার ৪৩টি উপজেলায় ৪৪৪টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।