লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ
Published : Thursday, 23 September, 2021 at 12:00 AM
আবুল কালাম আজাদ।
কোভিড-১৯ পরবর্তী মাদরাসায় উৎসব মুখর পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার লক্ষে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসায় গতকাল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ থেকে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের ক গ্রুপ,তাদের আলোচ্য বিষয় ছিল গ্রাম এবং শহরে বসবাসের সুবিধা ও অসুবিধা। আলিম১ম বর্ষ থেকে ফাজিল ৩য় বর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের খ গ্রুপ,তাদের আলোচ্য বিষয় ছিল তথ্য ও প্রযুক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা।
প্রতিটি গ্রুপে ৩জন করে ৬জন প্রতিযোগী,১জন মডারেটর, ৩জন বিচারক ছিলেন।
পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অধ্যক্ষ মাওলানা মোঃ ছানা উল্লাহ বাশারী।এসময় উপস্থিত ছিলেন উপধ্যক্ষ মাওলানা মোঃ ইউসুফ ফারুকী, সহযোগী অধ্যাপক ও মডারেটর আশ্রাফুজ্জান মোল্লা এবং আবু সাঈদ সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ।
বিজয়ী ৬জনকে সম্মাননা পুরুষ্কার ৬জনকে শান্তনা পুরুষ্কার এবং ২গ্রুফ থেকে ২জনকে সেরা বক্তার পুরুষ্কার দেয়া হয়েছে।।