সিনেমা হলের দর্শককে সম্প্রতি করোনা কারনে ওটিটি প্ল্যাটফর্মগুলতে আকৃষ্ট করতে পেরেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। তাই এইবার জি ফাইভে নতুন ফেলুদা সিরিজ আসছে। পরিচালনা করতে যাচ্ছে অরিন্দম শীল। ভারতীয় গণমাধ্যম তা সংবাদ প্রকাশ করছে।
আর এই সিরিজের ফেলুদার চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, তোপসের ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায়।
যদিও পরিচালক অরিন্দম শীল নতুন কাজ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি গণমাধ্যমে। সিরিজের অন্যতম প্রযোজক হিসেবে থাকবেন অশোক ধানুকা। ফেলুদার বেশ কয়েকটি গল্পের স্বত্ব রয়েছে তার কাছে।
এর আগে আড্ডাটাইমসের ফেলুদা সিরিজে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেনের জুটিকে। সেই সিরিজটি পরিচালনা করেছিলেন পরমব্রত। কিন্তু অভিনেতার হাতে একাধিক প্রজেক্ট থাকায়।, তিনি পরিচালনার দায়িত্বে থাকছেন না। অরিন্দমের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। সিরিজটি পরিচালনার জন্য।
অরিন্দমের সিরিজের প্রথম সিজনের গল্প ‘গ্যাংটকে গণ্ডগোল’। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে পরপর ‘মহানন্দা’, ‘খেলা যখন’-এর শুট শেষ করেছেন পরিচালক। আগামিকাল থেকে শুরু হবে ‘তিরন্দাজ শবর’-এর শুটিং।
অন্য দিকে সৃজিত মুখোপাধ্যায়ও তার ফেলুদা সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে আসতে চলেছেন। যেখানে টোটা রায়চৌধুরী মুখ্য ভূমিকায়। সৃজিতের পরে অরিন্দমের এই সিরিজ কতটা আলোড়ন তৈরি করতে পারে। সমালোচকদের নজর এ বার সে দিকেই।