ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নের জন্য দেশটিকে ১০০ কোটি ডলার অনুমোদন দেওয়ার ব্যাপারে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়েছে। বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
এর আগে ডেমোক্রাটের কয়েকজন উদারপন্থি সিনেটর এই অনুমোদনের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, তারা এই ব্যয়বহুল বিলের বিপক্ষে ভোট দেবেন। এর ফলে ডেমোক্র্যাটদের ইসরাইল বিরোধী হিসেবে তকমা দিয়েছিল রিপাবলিকানরা। যদিও মার্কিন সিনেটের দুই দলই দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র ইসরাইলকে সমর্থন জানিয়ে আসছে। প্রতিবছরই ওয়াশিংটনের তরফ থেকে ইসরাইলের সাহায্যে কোটি কোটি ডলার অনুমোদন দেওয়া হয়।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নে ১৬০ কোটি ডলারের বেশি ইতিমধ্যে দিয়েছে বলে গত বছর কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস এক প্রতিবেদনে জানিয়েছে।
তবে চলতি বছরে উদারপন্থি কয়েকজন ডেমোক্রাট মার্কিন-ইসরাইল নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামাসের রকেট হামলার জবাবে ইসরাইলের নেওয়া পদক্ষেপের কারণে ফিলিস্তিনিরা হতাহত হচ্ছেন। তবে ইসরাইলের দাবি, আয়রন ডোমের কারণে গাজা থেকে ছোড়া চার হাজার ৩৫০টি রকেট তারা প্রতিহত করতে পেরেছে।