মো. হাবিবুর রহমান
কুমিল্লার মুরাদনগরে উদ্ধারকৃত বিরল প্রজাতির আহত মেছো বাঘটির চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রাম থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, মেছো বাঘটি রাস্তা পারাপারের সময় একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে মেছো বাঘটিকে নিজ হেফাজতে নিয়ে শিকলবন্দী করে রাখে গকুলনগর গ্রামের আব্দুল মতিন মেম্বারের ছেলে আনিছ মিয়া। খবর পেয়ে পুলিশ আহত বাঘটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ অফিসে নিয়ে যায়।
প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ ইসরাত জেরিন বলেন, আহত মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কুমিল্লা বন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, মোটর সাইকেলের ধাক্কায় মেছো বাঘের কোমড়ে বেশ চোট লেগেছে। এখন বাঘটি উপজেলা বন বিভাগের হেফাজতে আছে। পুরোপুরি সুস্থ্য হওয়ার পর জেলা বন বিভাগের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।