ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৩ দিনে সাড়ে ৬ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে
Published : Saturday, 25 September, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৯ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের ২৩ দিনে ৬ হাজার ৫৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এলো; এ মাসে মৃত্যু হলো ১৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। জুলাই থেকে রোগীর সংখ্যা বাড়ার পর আড়াই মাসে ৫৪ জন মারা যায়।
অগাস্টে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে এসেছে; আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬৪ ডেঙ্গু রোগী ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ২৫ জন।
এনিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৮৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগের দিন বৃহস্পতিবার ২৫৪ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সেই হিসেবে একদিনের ব্যবধানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। তবে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এইডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৮ জন ।
তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৮২৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১৬ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৫ হাজার ৭৮৭ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, এ বছরই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাস জ্বরে।
সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর।
পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।