দেবিদ্বারে বাছাইকৃত ফুটবল খেলোয়ারদের নিয়ে মতবিনিময় সভা
Published : Saturday, 25 September, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
নিউইয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের প্রতিষ্ঠিত দেবিদ্বার স্পেটিং ক্লাবের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাছাইকৃত ফুটবল খেলোয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উজানিকান্দি বল্লভপুর বাজার মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।
ওসি মো.আরিফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে ফুটবল এই হোক যুবকদের শ্লোগান। যুবকরা তোমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা কর। আমি আছি তোমাদের সাথে। যেখানে মাদকের সংশ্লিষ্টতা পাবে সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলবে। আয়োজক ডা. ফেরদৌস খন্দকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আজকে তিনি বিভিন্ন গ্রাম থেকে বাছাই করে ক্ষুদে ফুটবলারদের মিলন মেলায় পরিণত করেছেন। আমি বিশ্বাস করি, এই ক্লাব থেকে একদিন বিশ^মানের ফুটবলার সৃষ্টি হবে।
বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. লুৎফুর রহমান বাবুল, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার সদস্য সচিব মো. আনোয়ার হোসেন টিটুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, পাশে আছি কোভিড-১৯ কন্ট্রোল রুমের ইনচার্জ শাহিনুর লিপি, বাংলাদেশ শিক্ষাসেবা ফাউন্ডেশনের দেবিদ্বার উপজেলা সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, দেবিদ্বার স্পেটিং ক্লাবের প্রধান কোচ মো. মাসুম সরকার আয়োজক মো. কবীর হোসেন প্রমুখ।