ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে----এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Saturday, 25 September, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে বেকার সমস্যা সমাধান এবং শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। এই সরকার মেয়েদের ডিগ্রী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিশ্বের দরবারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই সরকার উন্নয়ন-উৎপাদন ও শিক্ষাবান্ধব সরকার।
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বুধবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে প্রধান শিক্ষক গাজীউল হক চৌধুরীর উপস্থাপনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, ইউআরসি ইন্ট্রাক্টর শহীদুল আমিন ভুইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক আবু কাউছার ভুইয়া, রেবেকা সুলতানা, জাকির হোসেন, শাহিদা আক্তার, ফয়জুর রহমান, জাকির হোসেন মাঝি, জালাল উদ্দিন ও রফিকুল ইসলাম ভুইয়া প্রমুখ।
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন আরও বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের রোল মডেল। খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছে। এ ছাড়াও বিদ্যুৎ সমস্যা সমাধান, সমুদ্র এলাকা জয়, আকাশপথ জয় এবং বাংলাদেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বের দরবারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
তিনি বলেন, ১০ বছর আগে বাংলাদেশের অবস্থান কি ছিল? বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট কেমন হয়েছে তা আপনারা বিচার করুন।