কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুল শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ স্কুল হলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক’র একান্ত সচিব মো.সাইফুল ইসলাম। এসময় তিনি উপজেলা পরিষদ স্কুলের শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদ স্কুলের অবকাঠামো নির্মাণ হয়েছে, একটা সময় এখানে অনেক কষ্ট করে শিক্ষার্থীদের পড়া লেখা করতে হয়েছে। ইউএনও রাকিব হাসান খুব দক্ষতার পরিচয় দিয়ে উপজেলা পরিষদ স্কুলকে সুসজ্জিত ও শিশুবান্ধব করে তুলেছেন। এখন আপনাদের কাজ হবে, সকল শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন বাড়ানো। নিজের সন্তানের মত তাদের পড়া-লেখা করানো।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডিজিএম প্রকৌশলী মৃনাল কান্তি, জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো.সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদ স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমা আক্তার প্রমুখ।