ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উদ্দেশ্য সফল হয়েছে : মোহাম্মদ মিঠুন
Published : Sunday, 26 September, 2021 at 12:00 AM
টানা বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। বিশ্বকাপ দলেও সুযোগ হয়নি। সোশ্যাল সাইট থেকে শুরু করে চারদিকে তাকে নিয়ে ট্রোল হচ্ছিল। মিঠুন বলেছিলেন, মাঠে পারফর্ম করেই তিনি সবকিছুর জবাব দেবেন। দুঃসময়ের প্রহরে অবশেষে একটু সুসময়ের ছোঁয়া পেলেন মোহাম্মদ মিঠুন। চট্টগ্রামে বাংলাদেশ 'এ' দলের হয়ে হাই পারফম্যান্স ইউনিটের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ঝকঝকে তিন অংকের ইনিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। কিন্তু মিঠুনের জন্য এই ম্যাচ ছিল নিজেকে ফিরে পাওয়ার লড়াই। তিনি তো এখন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও নেই। ২০৪ বলে ৭ চার ও ১ ছক্কায় তিন অংক স্পর্শ করেন মিঠুন। এরই সাথে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ 'এ' দল। মিঠুন অপরাজিত থাকেন ১০১* রানে। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের জানান, সেঞ্চুরিটা তার মনে কতটা স্বস্তি এনে দিয়েছে।
মিঠুনের ভাষায়, 'আমাদের এখানে আসার যে উদ্দেশ্য ছিল, ম্যাচ অনুশীলন, এখনও পর্যন্ত আমাদের ম্যাচ অনুশীলন খুবই ভালো হয়েছে। এখানকার সুযোগ-সুবিধা ভালো ছিল। চট্টগ্রামের উইকেট তো সবসময়ই ভালো খাকে। সবকিছু মিলিয়ে, ব্যক্তিগতভাবে আমার জন্য খুব ভালো হয়েছে। আমার জন্য ম্যাচগুলো দরকার ছিল। সবশেষ কিছুদিন খুব একটা ভালো যাচ্ছিল না। এখানে রান করতে পেরেছি। ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমাকে সহায়তা করবে।'