বাকশিসের আয়োজন ব্রাহ্মণপাড়ার সাবেক চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত
Published : Sunday, 26 September, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা জেলা আওয়ামীলীগের
সিনিয়র সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম
আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ
কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে শোকসভা ও
দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের
কার্যালয়ে প্রভাষক জামাল হোসাইন ও অপু সারোয়ারের সঞ্চালনায় বাকশিসের সভাপতি
অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
প্রধান আলোচক ছিলেন বাকশিস এর
সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন
পাঠ করেন প্রভাষক রুহুল আমিন। শোকসভা ও দোয়া অনুষ্ঠানে আবু তাহেরের স্মরণে
এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ খলিল উদ্দিন
আখন্দ, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ পিজিউল আলম, অধ্যক্ষ হুমায়ন
কবির,অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান সোহেল, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, প্রভাষক
মোঃ গোলাম মোস্তফা, আবদুল কুদ্দুস, রুহুল আমিন, জাকির হোসেন, হাবিবুর
রহমান, মহিউদ্দিন, কবির আহাম্মদ, আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান হাজী
জসিম উদ্দিন, সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ
আহাম্মদ লাভলু, সদস্য মোঃ বাছির উদ্দিন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি
মমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাছান শরীফ, উপজেলা
ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন ও আলমগীর হোসেনসহ গণ্যমান্য
ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম
মাওলানা মোবারক হোসাইন। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত আবু তাহেরের কর্মময়
জীবনের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষানুরাগী আবু তাহের ছিলেন শিক্ষক সমাজের
প্রাণ পুরুষ। তিনি শিক্ষকদের খুব বেশি পছন্দ করতেন। শিক্ষকদের বিপদে পাশে
দাড়াতেন। শিক্ষক সমাজ আবু তাহেরের অসমাপ্ত কাজ সম্পন্ন করাসহ শিক্ষকদের
পাশে সার্বক্ষণিক সময় দেবার জন্য তাঁর ছোট ভাই বর্তমানে উপজেলা পরিষদ
চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহেরের প্রতি উদ্বার্থ আহবান জানান।