গল্লাই ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চান কাজী শাহজালাল
Published : Sunday, 26 September, 2021 at 12:00 AM, Update: 26.09.2021 1:48:09 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা উপজেলার ১০নং গল্লাই ইউনিয়ন একটি
ঐতিহ্যবাহী সমৃদ্ধ জনপদ। ইউনিয়নের এক পাশে রয়েছে ঐতিহ্যবাহী ঘোরগার বিল।
সাবেক শিক্ষা সচিব ও পাঁচ বারের সাংসদ ও সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী
আশ্রাফ এই ইউনিয়নের বাসিন্দা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজী শাহ জালাল
স্বতন্ত্র থেকে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হতে চান। কাজী শাহজালাল
একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
রিক্রুটিং এজেন্সি (বায়রা) ও এসোসিয়েশন অব ট্রাবেল এজেন্টস বাংলাদেশ (আটাব)
এর সদস্য, রাবেয়া ওভারসীজ এর ম্যানিজং ডিরেক্টর ও কুমিল্লা এয়ার এভিয়েশনের
প্রোপ্রাইটর। জানা যায়, বিশিষ্ট্য ব্যবসায়ী কাজী শাহজালাল গল্লাই গ্রামের
মাও. কাজী সিদ্দিকুর রহমানের পুত্র। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে
ইসলামের ইতিহাস নিয়ে লেখা পড়া করে ঢাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার
পাশাপাশি সুযোগ পেলেই এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকান্ডে
সম্পৃক্ত হন। শাহজালাল জানান, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে গল্লাই
ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলবেন। তার ইচ্ছা গ্রামের প্রতিটি অসহায় দরিদ্র
মানুষ সরকারিভাবে প্রাপ্য সকল সুবিধা তাদের প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়ে
দিবেন। তাছাড়াও তার ব্যক্তিগত তহবিল থেকেও সাধারণ মানুষকে সাহায্য সহযোগীতা
করবেন। দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত ছিলেন এখন তিনি সেই টাকা সুযোগ পেলে
সাধারণ মানুষের কল্যাণে খরচ করবেন। এখন তার টাকার প্রতি কোন লোভ লালসা নেই
জীবনে অনেক টাকা কামিয়েছেন এখন তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান।
তাই গল্লাই ইউনিয়ন বাসীর প্রতি তার আহ্বান সকলে আসন্ন ইউনিয়ন পরিষদ
নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে
দিবেন।