ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের গোল উৎসবে সাবিনার হ্যাটট্রিক
Published : Monday, 27 September, 2021 at 12:00 AM
বাংলাদেশের গোল উৎসবে সাবিনার হ্যাটট্রিকএএফসি এশিয়ান কাপের বাছাই থেকে ছিটকে যাওয়ার পর হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।
উজবেকিস্তানের জার একাডেমি মাঠে রোববার হংকংকে ৫-০ গোলে উড়িয়ে দেয় গোলাম রব্বানী ছোটনের দল। তহুরা খাতুন দলকে এগিয়ে নেওয়ার পর চার গোল করেন সাবিনা।
প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। অষ্টাদশ মিনিটে তহুরা দলকে এগিয়ে নেওয়ার পর ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা।
দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে (৫৩ ও ৫৭তম মিনিট) আরও দুই গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৮৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জাতীয় দলের এই ফরোয়ার্ড।
এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডান ও ইরান-দুই দলের কাছেই ৫-০ গোলে হেরে ছিটকে যায় বাংলাদেশ। এরপর হংকংয়ের অনুরোধে প্রীতি ম্যাচটি খেলতে রাজি হয় তারা।
হংকংকে হারিয়ে গোলাম রব্বানী বলেছেন, ‘মেয়েরা আজ অনেক ভালো খেলেছে। ভুল-ত্রুটি কম হয়েছে। আগের ম্যাচ দুটি থেকে শিক্ষা নেওয়াতেই দল সাবলীল খেলেছে। সুযোগ যা পেয়েছে তা কাজে লাগানোর চেষ্টা করেছে।’
এই ম্যাচে তহুরা-স্বপ্নারা নিজেদের খেলাটা খেলতে পেরেছে। প্রতিপক্ষ শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলেও সাহস হারায়নি। কোচ বলেছেন, ‘ওরা র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। তবে আমাদের মেয়েরা সাহস রেখে খেলেছে। যে কারণে বড় ব্যবধানে জয় এসেছে। হংকং এই ম্যাচে সুবিধা করতে পারেনি।’
বড় ব্যবধানে জয়ের পেছনে বড় কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। একাই চার গোল করেছেন। শিষ্যদের প্রশংসা করে কোচ বলেছেন, ‘সাবিনা তো ভালো খেলেছেই। অন্যদের পারফরম্যান্সও ইতিবাচক ছিল। আমরা দুটি ম্যাচ হেরেছি। হংকংয়ের বিপক্ষে জিতে অন্তত সান্ত্বনা নিয়ে দেশে ফিরতে পারছি।’