Published : Sunday, 26 September, 2021 at 12:00 AM, Update: 26.09.2021 1:48:59 AM
জহির
শান্ত: কুমিল্লায় চাকরির প্রলোভনে এক নারীকে ধর্ষণ এবং পরবর্তীতে ধর্ষণের
ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে কাউছার
আহমেদ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। অভিযুক্ত কাউছার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মোল্লাবাড়ির মৃত
আবদুল কাদেরের ছেলে। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা সদর উপজেলার
নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে
র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিপি-২ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব
জানায়, অভিযুক্ত কাউছার আহমেদ চলতি বছরের ১৮ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত
চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একজন নারীকে একাধিকবার ধর্ষণ
করে। পরবতীর্তে ওই নারী চাকরির জন্য তাকে চাপ দিয়ে সে ধর্ষণের ছবি ও ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি নিয়ে ভিকটিম ২৪
সেপ্টেম্বর র্যাব-১১, কুমিল্লার কাছে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ
দায়েরের পর থেকে র্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। প্রাথমিক ভাবে জানা যায়,
ভিকটিম একটি মোবাইল কোম্পানীতে চকুরীরত অবস্থায় কুমিল্লা সেনা মার্কেট
এলাকায় কাউছারের সাথে তার পরিচয় হয়। সে সময় কাউছার নিজেকে সেনাবহিনীর
অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেয়। এছাড়াও সে ‘ফিলিপস্ ইলেকট্রনিক্স বাংলাদেশ
প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার বলে পরিচয় দিয়ে ওই নারীকে অধিক
বেতনে পিএস হিসেবে নিয়োগের কথা বলে। কুমিল্লায় ফিলিপস্ কোম্পানির কোনো অফিস
না থাকায় অফিসের জন্য জায়গা খোঁজতে থাকে এবং তখন থেকেই কুমিল্লার বিভিন্ন
স্থানে ওই নারীকে ধর্ষণ করে।
র্যাব অভিযোগটি পাওয়ার পর গোপন তথ্যে
জানতে পারে ধর্ষক কাউছার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থান করছে। এরপর বিশেষ
অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে
সে ওই নারীকে বিভিন্ন সময়ে ধর্ষণ এবং ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার
হুমকির বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।