Published : Sunday, 26 September, 2021 at 12:00 AM, Update: 26.09.2021 1:49:47 AM

নিজস্ব
প্রতিবেদক: ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ মুগ্ধ করেছে’ বলে জানিয়েছেন বাংলাদেশে
নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শনিবার (২৫ সেক্টম্বর)
সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ
কেন্দ্র ও টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শনকালে এ মন্তব্য করেন
তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন,‘ জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী
অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়ন বিষয়ে
প্রধানমন্ত্রীর ভাষণে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ
জানাই। কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যে
এগিয়ে আছে।’
এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম মঞ্জুর কুমিল্লা শহরের
ছোটরাস্থ বাসভবনে চা চক্রে মিলিত হন। এসময় রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
উপস্থিত বিশিষ্টজনদের কথা মনোযোগ দিয়ে শুনেন। চা চক্রে কুমিল্লার জলাবদ্ধতা
সমস্যা সমাধানে পানি নিষ্কাষণ ব্যবস্থা, শহরের বর্জ্য রিসাইক্লিন করা,
একটি হাসপাতাল ও একটি আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি গুরুত্ব পায়।
ইউএসএইড এ ব্যাপারে সহায়তা করতে পারে কিনা সে বিষয়ে সক্রিয় বিবেচনার আশ্বাস
দেন।
চা চক্রে আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম মঞ্জু
বলেন, এদেশের শিক্ষার্থীরা আমেরিকায় গিয়ে পড়ালেখা ও আমেরিকার শিক্ষার্থীরা
এখানে এসে পড়ালেখা করতে পারে এমন মানের আবাসিক বিশ্ববিদ্যালয় করা যায় কিনা
সে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানান।
চা চক্রে কুমিল্লা সিটি
কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, ইউএসএইডের মিশন ডিরেক্টর ক্যাথরিন
স্টিভেন্স, আমেরিকান চেম্বারের সাবেক সভাপতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক
আফতাব উল ইসলাম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত
হোসাইন, সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ
শাখা) আফজাল হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা. আবু আইয়ুব হামিদ, বিশিষ্টজন জহিরুল
হক দুলাল ও দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় প্রমুখ।
এরপর
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কুমিল্লা লাকসাম উপজেলার পশ্চিমগাঁও
অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর বাড়ি পরিদর্শন করেন।
বিকেলে ব্রাকের একটি কর্মসূচিতে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।