অধ্যাপক ডা: মোসলেহ উদ্দিন আহমেদ ||
গত ২২.০৯.২০২১ইং বুধবার জলবায়ু পরিবর্তনের উপর আলোচনায় বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে আসে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনায় বাংলাদেশের মত ভুক্তভোগীদের সুপরিকল্পিত নীতি প্রণয়ন করতে হবে। এ বিষয়ে সমগ্র বিশ্বের অংশিদারিত্বের কোন বিকল্প নাই। গত ২২শে সেপ্টেম্বর’২১ অ্যাড্রেসিং দ্যা গোলস অব কপ-২৬ ইন সাউথ এশিয়ান কন্টেক্ট্রট: পিটফল এন্ড এক্সপ্লিশনস” টাইটেলে এক ওয়েবিনারে বক্তাগণ এরূপ কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার ঐ ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন সুন্দরবন যে কোন প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করে। তাই সুন্দরবন রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত। তিনি আরও বলেন বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ২০ সেলসিয়াস এর মধ্যে রাখতে না পারলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অধ্যাপক রাশেদ আল মাহমুদ সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের দূর্যোগের কথা তুলতে গিয়ে বলেন সেথায় পানযোগ্য পানির অভাবের কথা। আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে গাবুরার এ ব্যাপারটি উঠবে কিনা জানতে চান। জলবায়ু পরিবর্তন মানুষ শহরমুখী হচ্ছে বলে জানান বাপার প্রকৌশলী ইকবাল হাবিব। তিনি সরকারের “আমার গ্রাম আমার শহর” প্রকল্পকে টেকসই করার তাগিদ দেন। পরিবেশ বিজ্ঞানী আতিক রহমান বলেন, দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের জন্য উন্নত দেশগুলোর অঙ্গীকার ছিল যা বাস্তবের আলো দেখেনি। স্থপতি মোবাশ্বের হুসেন বলেন, বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয়ভাবে কাজ করে জলবায়ুর প্রভাব মোকাবেলা করা যায়। শীতকালে ঢাকার গাছের পাতাগুলো ধূয়ে দিতে পারলে মানুষ পরিচ্ছন্ন বায়ু ও অক্সিজেন পেত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সৈয়দা রিজওয়ানা হাসান বলেন প্রথম সারির উন্নত দেশগুলোকে জলবায়ুর প্রভাব সামলাতে অর্থায়ন করতে হবে। বাংলাদেশের মত ভুক্তভোগী দেশগুলোতে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবহারের জন্য স্বচ্ছনীতি তৈরি ও বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ২২.০৯.২১ইং এর অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশে আর নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ না করার অঙ্গীকার করেছেন। এক ভিডিওবার্তায় শি জিনপিং বলেন, চীন সবুজ ও কম কার্বনের বিদ্যুৎ উৎপাদনে অন্য উন্নয়নশীল দেশকে সহায়তা করবে। বোল্ট এন্ড রোড ইনিসিয়েটিভ (বিআরআই) এর কর্মসূচিতে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে অসংখ্য কয়লাভিত্তিক প্রকল্পে চীন অর্থায়ন করছে। বক্তব্যে চীনের প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বিস্তারিত না বললেও চীনের এমন পদক্ষেপ তাদের দেশের বাহিরে বিআরআই’এর অধীনে থাকা কয়লাভিত্তিক কেন্দ্র সমূহের সম্প্রসারণ কমে যাবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরের মধ্যে এ বছরের প্রথমার্ধেই চীন নতুন কোন কয়লা প্রকল্পে অর্থায়ন করেনি। চীন বিশ্বের সর্ববৃহৎ গ্রিনহাউজ নি:সরণকারী দেশ। তারা দেশের ভেতরের জ্বালানির চাহিদা মেটাতে কয়লার উপর অনেকটা নির্ভরশীল। চীনের কার্বন নি:সরণের মাত্রা ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ উঠবে বলে সকলের ধারনা এরপর আস্তে আস্তে ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশে পরিণত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। শি জিনপিং ঐ প্রতিশ্রুতির কথাও ঐ বক্তব্যে উল্লেখ করেন। দেশের বাহিরে আর কয়লাভিত্তিক প্রকল্প না করার যে প্রতিশ্রুতি শি জিনপিং দিলেন তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি।
জলবায়ু নিয়ে গোটা বিশ্ব সংকটে। সংকট উত্তরণে বিশ্বনেতৃবৃন্দ সংকল্প পূণ:উচ্চারণ করেছেন। জলবায়ু পরিবর্তনরোধে ধনী দেশগুলোর পদক্ষেপ নিয়ে নানাহ প্রশ্ন তোলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন তিনি আর নতুন কোন স্নায়ুযুদ্ধ চান না। জাতিসংঘের সাধারণ পরিষদে ২১শে সেপ্টেম্বর’২১ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মত ভাষণ দেন জো বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সহায়তা উন্নয়নশীল দেশগুলোর জন্য দ্বিগুন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। কংগ্রেসের সঙ্গে এব্যাপারে কাজ করবেন বলে তিনি উপস্থিত সবাইকে আশ্বস্থ করেন। জাতিসংঘের মহাসচিব অ্যন্তোনিও গুতেরেস শি জিনপিং এর কয়লা প্রকল্প থেকে সরে আসা এবং বাইডেনের মার্কিন কংগ্রেসের সঙ্গে মিলে ২০২৪ সাল নাগাদ জলবায়ু তহবিল দ্বিগুন করার প্রতিশ্রুতিকে স্বাগত জানান। গুতেরেস বলেন, কয়লা প্রকল্প থেকে সরে আসা একক সিদ্ধান্ত হতে পারে তবে প্যারিস চুক্তির বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে রাখার লক্ষ্য পুরণে গুরুত্বপুর্ণ পদক্ষেপ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জো বাইডেনসহ সকল বক্তাকে মাইক্রোফোনের মুখে একটি আলাদা আবরনী (ক্যাপ) দেয়া হয়। বিভিন্ন দেশসমূহ থেকে আসা নেতৃবৃন্দের সম্মেলনে কডিভ সংক্রমণ ঠেকাতেই এ সুরক্ষার আয়োজন। প্রত্যেকের বক্তব্য শেষে পোডিয়াম পরিস্কার করা ও মাইক্রোফোনের মাথা বদলানো ছিল আবশ্যিক। ব্রাজিলের জাইর বলসোনারের বক্তব্যের পর বাইডেন আসার আগে এক পরিচ্ছন্নতাকর্মী এসে মাইক্রোফোনের মাথা বদলিয়ে দেন। উল্লেখ্য যে বলসোনারের মুখে কোন মাস্ক ছিল না। অধিবেশনের আগের দিন তিনি বিট্রিশ প্রধানমন্ত্রীকে বলেন, “তিনি কোভিড-১৯ বিরোধী টিকা নেননি”। জনসন বলেন, “আমি দুই ডোজই নিয়েছি”। বলসোনারো ২০২০ এর জুলাই এ কোভিড আক্রান্ত হয়েছিলেন । তিনি বলেন, “শেষ ব্রাজিলিয়ানটির টিকা নেয়ার পর যদি টিকা থাকে তবে আমি সিদ্ধান্ত নেব টিকা নেব কি নেব না।” এদিকে টিকা না নেয়ায় নিউইয়র্কের রেস্তোরাঁয় নিষিদ্ধ করা হয়েছে ব্রাজিলের এ প্রেসিডেন্টকে ফলে তিনি সফরসঙ্গীদের নিয়ে নৈশভোজে কোন রেস্তোরাঁয় প্রবেশ করতে পারেননি। এজন্য রাতে (১৯.০৯.২১) ফুটপাতের পিৎজা কিনে খেয়েই নৈশভোজ সম্পন্ন করেন। নিউইয়র্কের মেয়র নিয়ম করেছেন রেস্তোরাঁ বা বারের ভেতরে খেতে হলে পর্যটক বা নিউইয়র্কবাসীদের কোভিড টিকার কমপক্ষে একটি ডোজ নেয়ার সনদ প্রদর্শন করতে হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানের নিমিত্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক গিয়েছেন। নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেসের সাক্ষাতপর্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুতেরেসকে স্বাগত জানান। বাংলাদেশের অগ্রাধিকারগুলোকে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন বলে গুতেরেস বাংলার প্রধানমন্ত্রীকে জানান। তিনি প্রধানমন্ত্রীকে জানান, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মত বাংলাদশের অগ্রাধিকারসমূহ জাতিসংঘেরও অগ্রাধিকার। গুতেরেস বাংলাদেশের এবং দেশটির সার্বিক অর্জনের জন্য এর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয়ক্ষতি সামলাতে তার সরকার বীমা ব্যবস্থা চালু করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে।
লেখক: সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ ও সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চল