ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাগমারা উত্তর ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন
Published : Monday, 27 September, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার:
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বাবুল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব বজলুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ কায়সার, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ।
বাগমারা বাজার আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক বাবুল হোসেন ও সদস্য সচিব বজলুর রহমান সোহাগ কর্তৃক স্বাক্ষরিত  বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগে মোঃ আনু মিয়া'কে আহ্বায়ক ও মোঃ শুকুল মজুমদার'কে সদস্য সচিব, আবু তাহের মজুমদার, আবুল হোসেন, রণজিত দাস, মোঃ ছফি উল্লাহ, মাজহারুল হক মজুমদারকে যুগ্ম আহ্বায়ক করে ৪৫ সদস?্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
অদ্য তারিখ হতে আগামী নব্বই (৯০) দিনের জন্য মৎস্যজীবী লীগ বাগমারা উত্তর ইউনিয়ন শাখা অনুমোদন প্রদান করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয় গঠনতন্ত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী নবগঠিত কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়ে নতুন দায়িত্ব পালনে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মৎস্য বান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা।