ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় দু’দিন ব্যাপি ইউনেস্কো পার্টিসিপেশন কর্মশালা
Published : Monday, 27 September, 2021 at 12:00 AM
শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কো ঢাকার যৌথ সহযোগিতায় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের উদ্যোগে “বিশ্ব নাগরিকত্ব শিক্ষা প্রচারের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনেস্কো কর্তৃক ‘অগ্রাধিকার প্রাপ্ত বিষয়সমূহের প্রসার’ শীর্ষক ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২০-২০২১ কর্মশালা আজ ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ২দিনব্যাপি  যথাক্রমে কুমিল্লা জিলা স্কুলে সকাল ১০টা থেকে বেলা ১টা এবং নবাব ফয়জুনন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ে বেলা ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ব নাগরিকত্ব শিক্ষা বাংলাদেশকে একটি বিশ্ব প্রস্তুত দেশে রূপান্তরিত করতে পারে যেমনটি টেকসই উন্নয়ন অভিষ্ট-৪ (এসডিজি-৪) অন্যতম লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছে এবং ২০৩০ সালের মধ্যে শিক্ষার লক্ষ্য অর্জনে ইউনেস্কো’র সদিচ্ছা ও ভূমিকা প্রশংসনীয় এবং গুরুত্বপূর্ণ। কর্মশালায় শিক্ষাবিদ, শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রী  ও অভিভাবকরা অংশ নিবেন।