ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টি-টোয়েন্টি বিশ্বকাপে শামীম দারুণ খেলুক চায় চাঁদপুরবাসী
Published : Monday, 27 September, 2021 at 2:20 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে শামীম দারুণ খেলুক চায় চাঁদপুরবাসী ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরের সন্তান ক্রিকেটার শামীম পাটোয়ারী। জেলা থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার যিনি সুযোগ পেয়েছেন ১৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে। এতে শামীমের পরিবারে বইছে খুশির হাওয়া। খুশি জেলার ক্রীড়ামোদীরাও। তারা বলছেন, বিশ্বকাপে শামীমকে দারুণ খেলা উপহার দিতে হবে। তাহলেই ভবিষ্যতের জন্য দলে নিজের অবস্থান শক্ত হবে। জেলার অন্য ক্রিকেটাররাও উৎসাহ পাবে। 
 
শামীম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের আব্দুল হামিদ পাটোয়ারীর ছেলে। চাঁদপুর ক্লেমন একাডেমিতে অনূর্ধ-১৪ থেকে অনূর্ধ-১৬-তে তিন বছর অনুশীলন করেন তিনি। পরে ২০১৫ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি হন। এরপর অনূর্ধ-১৭, অনূর্ধ-১৮ হয়ে অনূর্ধ-১৯ জাতীয় দলে জায়গা করে নেন এই ক্রিকেটার। ছিলেন অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক। ২০২০ সালে যুব বিশ্বকাপে ভালো পারফরমেন্সের পর থেকেই নির্বাচকদের নজরে পড়েন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নির্বাচকরা জাতীয় দলের জন্য বিবেচনা করে শামীমকে।